জন্ম নেওয়ার পর থেকে আমরা কি করতেছি? শুধু সময় পার করতাছি এর বেশি কিছুত না। অবশ্যই এর বেশি কিছু- সবাই সময় পার করলেই এই পার করার মাঝে আলাদা বিষয় আছে। কেউ বসে বসে সময় কাটায় আবার কেউ দেশের জন্য কিছু করে অথবা নিজের জন্য। সবাই সময়ের বিনিময়ে কিছু না কিছু করছেই। এখন যদি আমি বলি আমরা সবাই সময় বিক্রি করছি, তার ভুল কোথায়? এটা অবশ্যই আমার ধারনা এর সাথে আপনারটা মিল নাথাকার কথা। আমি কেন এটা বললাম তার কারণ হলো যে আমরা আমাদের সময়ের বিনিময়ে কিছু কিছু না কিছু নিচ্ছি। তাহলে বিক্রি করার সাথে এর কি কোন আলাদা বৈশিষ্ট্য আছে? পরিস্কার ভাবে বলি দরুন আমি একটা জব করতাছি মাসে বিশ হাজার টাকা, তার মানে কি আমি আমার অফিস বা বস কে প্রতি মাসে যে সময় দেই তার বিনিময়ে সে আমাকে এই বেতনটা দিচ্ছে। একজন বসে বসে সময় কাটাচ্ছে তার মানে কি? সে বসে বসে আমার কিনছে সময় বিক্রি করে। আর যদি বসে থাকার কারণ কাজ নেই বলে হয় তবে সে সময়ের ভার বিক্রেতা নয়। আমাদের উচিত যতটুকু সময় বিক্রি করবো অর্থের জন্য তা যেন খুব চড়া দামে করতে পারি। আর আরাম আয়েশ ভারবাসা এইসব ক্রয়করার জন্যই সময় রাখতে হবে, সব টাকার জন্য বিক্রি করলে হবে না…

ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য