এক সময় আমার জমিনে কিছুই ছিলনা। আজ সেখানে ঘর উঠেছে। তার দরজা জানালা সবই আছে। সাথে ফ্রিতে পাওয়া দুঃখ কষ্ট সবই আছে। মাছে মাঝে সেই জানালা দিয়ে দখিনা বাতাস ঘরে শান্তির পরশ বুলিয়ে যায়। আবার ক্ষণেক বাদেই ঝড়ো হাওয়ায় বন্ধ হয়ে যায় সেই জানাল, ঘর হয়ে উঠে তখন অন্ধকার। যখন ঘর ছিল কতনাই স্বপ্ন দেখেছি […]