
আজ আমি যা বলতে যাচ্ছি তা
এই তোমার জন্য নয়
আজ আমি যা বলতে যাচ্ছি তা
কবেকার সেই তোমার জন্য
যার জন্য আমি মাইলের পর মাইল হেটেছি
শুধু কথা বলার জন্য
ঘন্টার পর ঘন্টা ওয়েট অপেক্ষায় ছিলাম
একটা ব্যর্থ কলের আশায়
আর এখন, মাসের পর মাস যাচ্ছে, বছরের পর বছর
তুবও কোন অপেক্ষা নেই
নেই কোন না পাওয়ার যন্ত্রনা, নেই কোন আক্ষেপ
আর তখন, কতই না অস্থির ছিলাম
সহ্য হতো না একমনিটেরও বিরহও
নিশ্বাস বন্ধ হয়ে যেত, মনে হত আমি ভারসাম্যহীন এক লোক
যার কোন অস্তিত্ব নেই এই পৃথিবীতে
যার কোন প্রয়োজন নেই, কোন প্রয়োজন নেই।
এইত সেদিন বহুর বছর পর, তোমার কল পেলাম
কিন্তু কোথায় সেই কবেকার তুমি