
A person who pretends to have virtues, moral or religious beliefs, principles, etc., that he or she does not actually possess, especially a person whose actions belie stated beliefs. এমন একজন ব্যক্তি যিনি গুণাবলী, নৈতিক বা ধর্মীয় বিশ্বাস, নীতি ইত্যাদির ভান করেন, যা তার আসলে নেই, বিশেষ করে এমন একজন ব্যক্তি যার কর্ম বিবৃত বিশ্বাসকে বিশ্বাস করে।
a person who feigns some desirable or publicly approved attitude, especially one whose private life, opinions, or statements belie his or her public statements.
This is only defination
আমরা মাঝে মাঝে একটা প্রবাদ বলি “সে বলে এক করে আরেক”- এটাও এক প্রকার ভন্ডামি। মানে ভন্ডামি হলে প্রকৃত দৃশ্য গোপন করে দর্শকের কাছে সুবিধা আদায়ের জন্য অন্য দৃশ্যের অবতারনা করা। যেমন মেয়েদের মন ভোলানোর জন্য তাদের সামনে ন্যাকামো করা, জোকার সাজা প্রভৃতিও একপ্রকার ভন্ডামি।
এটার গুনাবলি কম বেশি সবার মাঝেই আছে। এই আমি লিখতেছি, আমার মাঝে কি নেই? আছে। তবে এখানে মাত্রাটা উল্লেখ্য।