
move on
এ যেন সহজ স্বীকারোক্তি, আমি যুগান্তরী নই
এ যেন ভীষণ আক্ষেপ আমার, আমি দিগ্বিজয়ী নই
শুধু একটাই আশা আমি বুকে জড়িয়ে
রবো সারাটি জীবন তোমায় নিয়ে
কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি
প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি
কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে
কড়া নেড়েছি তোমার হাতের ঘরে
কিছু অর্থহীন শব্দ বুনে ডেকেছি তোমায়
প্রেম তুমি কোথায়?
বিন্দু আমি, তুমি আমায় ঘিরে
বৃত্তের ভেতর শুধু তুমি আছো
……………………
-তাহসান
Move on শব্দটির অর্থ ভাল অবস্থানে বা কাঙ্খিত অবস্থানে স্থানান্তরিত হওয়া। কারো গানের বিজ্ঞাপন কিংবা শব্দার্থ শিখানোর জন্য আমি এই লেখা লিখছি না। কোন একজন মানুষ বলতে পারবে না তার জীবনে কোন পরিবর্তন আসেনি শুরু হতে শেষ অবদি। এটা সম্ভব নয়, মানুষের মন বড় বেয়াড়া পরিবেশ পরিবর্তন না দিলেও মন নিজেই তা খুজে নেয়। যা হোক কথায় আসি। ধরুণ আপনি বিবাহিত ভাল উপার্জনশীল একজন আদর্শ স্বামী। আপনি যাকে চেয়েছেন তাকেই পেয়েছেন। তার কোন অভাব রাখেননি আপনি। এখন এমন পরিস্থিতিতে আপনার উনি আপনার কাছ হতে ডিবোর্স চাচ্ছে। এখন আপনি কি করবেন। এমন পরিস্থিতে আপনি কি করবেন?
- যত ভাবে বুঝানো সম্ভব তা করবেন।
- প্রয়োজনে অন্যের সহায়তা নিবেন বুঝানোর জন্য।
এতেও যদি কাজ না হয় তাহলে কি করবেন? আইনের সহায়তা নিবেন? এটা করতে যায়েন না। তাকে ছেড়ে দেন কিছু দিন একা থাকুক অপেক্ষা করুন আপনার জন্য যতদিন অপেক্ষা করার সম্ভব। সবকিছুরমতই অপেক্ষারও মেয়াদোত্তীর্ণের তারিখ আছে। সেটা পার হয়ে গেলে নিজে Move on করুন। এই মুভ অমন ভাবে করুন যাতে তার সাথে আপনার দেখা না হয় আর।
এক্ষেত্রে আমার পরামর্শ সমান তালে চলুন আশা করি তাতে দু’জনেই আলাদা থাকবেন। বিপরীত মুখি চললে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা বেশি।