
Coke Studio Bangla
স্কুল কলেজ এবং ভার্সিটি লাইফে গান অনেক শোনা হত তার মানে এই না যে আমি গান ভাল বুঝি, গান শোনা আর বুঝা আর মূল্যায়ন করা প্রতিটি আলাদা আলাদা বিষয়। ভাল লাগাটা একান্তই ব্যক্তিগত। আপনার যা ভাল লাগে তা যে অপরের ভাল লাগবে এটা ভাবার কোন কারন নেই। যখন অধিকাংশ লোকের ভাল লাগার বিষয়টি একই জায়গায় হয়ে যায় তখন সেটা হয়ে উঠে জনপ্রিয়। কিন্তু তার মানে এটা প্রমান করে না যে অধিকাংশ লোকের ভাললাগাটাই সত্য। আপনি যখন সামগ্রিক দৃষ্টিতে দেখবেন তখন আপনার ভাললাগাটা ঝুঁকির মুখে পড়ে যাবে।
চোর যার ঘরে চুরি করে তার জন্য বিষয়টা ক্ষতি কিন্তু চোরের পরিবারের জন্য বিষয়টা লাভের আবার যদি মানবিক দিক দিয়ে দেখেন ধরা পরার ভয়, মানসন্মানের ভয় এত ভয় নিয়েও চোর চুরি করে। সখ করে কইজনাই বা চুরি করে।
এবার একটু রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি। অতি সম্প্রতি জনাব দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে মিডিয়া জগতে এক এক জনের অভিমত দেওয়ার ভঙ্গি দেখে মনে হল যেন সবাই মৃত ব্যক্তির ব্যক্তিগত জীবনের সাতে সম্পৃক্ত ছিলেন। একদল বলতেছে যুদ্ধাপরাধী আরেক দল তার বিপরীত। বিষয়টা আমার কাছে এমন মনে হল যে ভোটা ভোটি করে যুদ্ধাপরাধী কিনা তা নির্ধারণ করা সম্ভব। ইতোমধ্যে যারা আমার এইকথা গুলোতে বিরক্ত হচ্ছেন, তাদের জন্য দেখেন ভাই আমি আপনি কারো বিচারের দায়িত্বে না। আমরা একটা দেশে বাসকরি, একটা পাশসন আছে, তারা বিচার করবে, যদি মনে হয় না আমাদের সাথে অন্যায় হয়েছে এই জন্যে প্রশাসনে আপিলের সুযোগ আছে। আবার বিচারের আশা করতে পারি। আর যখন কিছুই করতে পারবা না তখন সব উপরওয়ালার হাতে ছেড়ে দেন দেখবেন সব কিছুই ঠিক হয়ে যাবে কারন অন্যায় বেশী দিন থাকে না।
মূল প্রসঙ্গে আসি, ইদানিং ইউটিউবে গান শোনা হয়। এই ইউটিউবে হঠাৎ করেই দেখতে পায় কোক স্টুডিও বাংলা সিজন ২ এর মুড়ির টিন গানটা। আমার কাছে ভালই মনে হয়েছে গানটা আমি অনেক বার শোনেছিও কিন্তু তাতে কি, এর পরের অনেক গান ৪ কোটি ভিউ হয়েছে কিন্তু আমার প্রিয় গান ১ কোটিতেই পড়ে আছে। এতে কি আমি বেশি ভিউ পাওয়া গান দেখব না আমি দেখব না। আমার ভাল লাগা আমার। আমার কাছে মনে হয়েছে গানটার মাঝে একটা সুন্দর গল্প উঠে এসেছে, যে খানে উঠে এসেছে একটা নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট এলাকার সংস্কৃতি এবং যা ফুটে ওঠেছে ধারাবাহিক মনচিত্রের* মাধ্যমে। গানের কোরিও গ্রাফিও যথেষ্ট প্রাসঙ্গিক।
মেঘদল আমার ভাললাগা ব্যান্ডদের একটি, মেঘদলের সব গান শোনা হয়নি কিন্তু যতগুলো গান শোনেছি তাতে মনে হয়েছে তারা কিছু পারে। ইদানিং তাদের বনবিবি গানটি আমার কাছে অসাধারন লেগেছে, এখানে কি নেই! প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাস, আবেগ, তার পরেও সিজন -২ তে পজিশনে নেই। না থাকারই কথা। যেখানে যৌবন একটা গোল্ডিফ সিগারেট সেখানে সুলতানের পাতার বিড়ি কি দাম আছে।