
Localism is an uncountable noun. Localism is the belief that services should be controlled and provided, or goods produced and bought, within a local area for the benefit of people in that area.
মানুষের প্রতিটা অনুভূতি একেকটা বিষয়ে শিক্ষা দেয়, শিক্ষা দেয় বুঝিয়ে দেয় মানুষের কিছু আদিম আচরন সম্পর্কে। আমি ক শহরের বাসিন্দা এবং খ শহরের কাজ করি। অন্যান্য অবস্থা অপরিবর্তিত ধরলে Localism কারনে খ শহর হতে আমি কোন সুবিধা(যা সাধারণ নয় এমন সুবিধা অথবা নিয়মের বাইরে) পাব না এটাই স্বাভাবিক। আর আমার হোম টাউন ক আমাকে তাদের ওয়ার্ক ফোর্সেও রাখবে না কারন আমি ক তে নেই।
তাহলে দেখা যাচ্ছে যে আমি ক শহরেও নেই খ শহরেও নেই। শুধু স্বাভাবিক নিয়মে যতটুকু প্রাপ্য এই বাইরে আশা করা যাবে না, যদি পান বুঝতে হবে আপনি ভাগ্যবানদের একজন।