একা হাঁটাচলা করতে পারে না মেয়েটি। ডান হাত ও পা দুটি অচল। শারীরিক এই প্রতিবন্ধকতা দমাতে পারেনি তাকে। খরতাপে পুড়ে, বৃষ্টিতে ভিজে, কনকনে শীত উপেক্ষা করে বাবার রিকশায় চড়ে রোজ স্কুলে যায় সে। পড়ার প্রতি দুর্বার আকর্ষণ দেখে রিকশাচালক বাবা তাঁর মেয়েকে পাঁচ কিলোমিটার দূরের স্কুলে আনা-নেওয়া করেন। বাড়ি থেকে পাঁজাকোলা করে মেয়েকে রিকশায় বসান। […]
Month: November 2011
একলা ঘর – ফসিল
এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকার অভ্যেস আমি কিছুতেই ভাববো না তোমার কথা বোবা টেলিফোনের পাশে বসে। তবু গভীর রাতের অগভীর সিনেমায় যদি প্রেম চাই নাটকে বিদায় আমি আচ্ছন্ন হয়ে পড়েছি আবার দেখি চোখ ভিজে যাই কান্নাই৷ এই একলা ঘর ….. পাশে বসে। না না কাদছি না তোমায় ভাবছি না মনে পড়ছে না […]