অগ্রণী ব্যাংক গোলাপগঞ্জ শাখা আমার ব্যাংকিং ক্যারিয়ারের দ্বিতীয় কর্মস্থল। Morning shows the day প্রবাদটি যদি ভুল না হয় তবে এই শাখায় আমার কর্ম জীবন কেমন যাবে তা সহজেই বুঝা যায়। পূর্বের শাখা হতে আসার মূল কারণ ছিল দুই জন মানুষের খারাপ চরিত্র শেষ কালে একজন। আর আজ যেখানে এসেছি সেখানে সতের জনের মাঝে সাত জন বাদ দিলে বাকি সবাই আগের দু’জনের মত মানে আমার পূর্বের শাখার মত। আর একজন যে ব্যক্তি সে সেখানেও যেমন ছিল এখানেও তেমন আছে। আঞ্চলিক কার্যালয় ত বার বার আমার অনুরোধে আমাকে শাখা বদল করাবে না। তাই এখানে টিকার জন্যে একটা স্ট্যাটেজি নিয়েছি যেটা আমি ভাল পারি, চুপ করে থাকা। যে যাই করুক আমি চুপ। ….