বাক্যের গুণ তিনটিঃ
- আকাঙ্খা (কাজল নিয়মিত লেখাপড়া। এখানে আকাঙ্খা শেষ হয়নি।)
- আসত্তি (করে ১৯৭১ বাংলাদেশ স্বাধীনতা সালে অর্জন। এখানে আসত্তি নেই।)
- যোগ্যতা (চাঁদে বসে মা শিশুকে ছাদ দেখাচ্ছেন। এখানে যোগ্যতা নেই।)
এই তিনটির কোনটি না থাকলে কি হবে জানি না তবে এটা নিশ্চিত যে বাক্য হবে না। তাই আমাদের বাক্য রচনার সময় এদের প্রয়োজনীয়তাটা বুঝতে হবে। আর যদি না বুঝি তবে বাংলা লেখার দরকার নাই।