শিল্পীঃ পবন দাস বাউল

paban das baul
paban das baul

এ্যালবামঃ আসল চিনি

বসুন্ধরার বুকে, বরষারই ধারা

ধারা ভরা হাহাকার

তেরশ পঁচাশি সালে

ধামদরের বান ভেঙ্গে পরে

বালক ছেলে কুলে করে

ইশকুলে পালাই

চলতি ঘাটাই দেখলাম বিরাট এক সাঁকো

লোহার খুঁটি খাম্বা

তলে আছে ঠাকুর

কত গরু গাড়ী, কত বুড়ো বুড়ি

নদ নদী গেলো ভেসে

বান উঠলো ভাই ঘরে ঘরে

দেওয়াল চাপা মানুষ মরে

বালক ছলে কুলে করে, ইশকুলে পালাই

বর্ধমান, পাকুরা, মেদিনীপুর, মনপুর

দামকা পাতে নাই আর মুর্শিদাবাদবেগুম

ষোল ক্রোশ জোড় লোহার খুটি মেরে

জল কে রেখেছে ঘেরে

 

[ কোন ভুল থাকলে মন্তব্যের মাধ্যমে জানাবেন, সংশোধন করে নিব ]