না রাখিলা জলে আমায়

না রাখলা ডাঙ্গায় তুমি না রাখলা ডাঙ্গায়

একটা যন্ত্রনার মাকড়শা বুকে দুঃখের জাল বুনায়।

একটা যন্ত্রনার মাকড়শা বুকে কষ্টের জাল বুনায়।

 

দিবানিশী প্রতি ক্ষনে আছ তুমি আমার মনে

হৃদয়তে খোদাই করে প্রেমের লিপিকায়

একটা যন্ত্রনার মাকড়শা বুকে দুঃখের জাল বুনায়।

একটা যন্ত্রনার মাকড়শা বুকে কষ্টের জাল বুনায়।

 

তুমিও কি তেমনি করে ভাব মোরে ক্ষনে ক্ষনে

নাকি আমি শুধুই একা আছি দুটানায়

একটা যন্ত্রনার মাকড়শা বুকে দুঃখের জাল বুনায়।

একটা যন্ত্রনার মাকড়শা বুকে কষ্টের জাল বুনায়।

 

না রাখিলা জলে আমায়

না রাখলা ডাঙ্গায় তুমি না রাখলা ডাঙ্গায়

একটা যন্ত্রনার মাকড়শা বুকে দুঃখের জাল বুনায়।

একটা যন্ত্রনার মাকড়শা বুকে কষ্টের জাল বুনায়।

কথাঃ সংগ্রহ