তুমি আসবে বলেই২
আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি
তুমি আসবে বলেই কৃষ্ঞচুড়ার ফুলগুলো ঝরে যায়নি
তুমি আসবে বলেই
……………………
তুমি আসবে বলে অন্ধ কানাই বসে আছে গান গায়নি¬২
তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি
তুমি আসবে বলেই
……………………..
তুমি আসবে বলে জাকির হুসেইন ভুল করে ফেলে তালে
তুমি আসবে বলে মুখ্যমন্ত্রী চুমু খেল স্ত্রীর গালে
তুমি আসবে বলে সোনালী স্বপ্ন ভীড় করে আসে চোখে
তুমি আসবে বলে আগামী বলছে দেখতে আসবো তোকে
তুমি আসবে বলেই
তুমি আসবে বলে আমার দ্বিধারা উত্তর খুঁজে পায়নি
তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি
তুমি আসবে বলেই
……………………
তুমি আসবে বলে সন্ত্রাসবাদ গুটিয়ে নিয়েছে থাবা
তুমি আসবে বলে জ্যোতিষ ছেড়েছে কতনা ভন্ড বাবা
তুমি আসবে বলে পাড়ার মেয়েরা মুখ করে আছে ভাড়
তুমি আসবে বলে ঈষাণ কোণেতে জমেছে অন্ধকার
তুমি আসবে বলেই
তুমি আসবে বলে বখাটে ছেলেটা শিষ দিতে দিতে দেয়নি
তুমি আসবে বলে আমার কলম এখনও বিক্রি হয়নি
তুমি আসবে বলেই