কেমন এমন হয়? এই প্রশ্নের উত্তর শুধুর বন্তুর আচরনের উপর নির্ভর করে দেওয়া যায়। কিন্তু মানবের মনের যে চাহিদার অমিল তার প্রেক্ষিতে যদি এই প্রশ্ন উথ্থাপিত হয় তবে তার উত্তর দেওয়া সবসময় সম্ভব না। আর যখন এর উত্তর থাকে না তখনই আসে কম্প্রোমাইজের বিষয়। যারা কম্প্রোমাইজ করতে পারে তারাই বেঁচে থাকে। আর যারা পারে না তারা হারিয়ে যায় সময়ের স্রোতে।