মে – ০৯,২০১৩ : সকাল
আমাদের মিডিয়া ইদানিং সেইরকম ব্যবসায়িক সফলতার মধ্যে আছে। আশা করতাছি তারা এই বছর পুরা সময়টাই থাকবে তাদের বর্তমান অবস্থানে। রাজাকারের ফাঁসি > গণজাগরণ মঞ্চ > হেফাজতে ইসলাম > ভবন ধ্বস > আবার হেফাজতে ইসলাম > আপ কামিং ।
আমার টেলিভিশন নাই, সময় অসময় যে সব নিউজ দেখা হয় তাতে মনে পড়ে ভার্সিটি লাইফের এ্যাসাইন্টম্যান্ট করার কথা। টিচারকে খুশি করার জন্যেই আমরা এ্যাসাইন্টম্যান্ট করতাম আর তার বিনিময়ে ভাল নাম্বার। আমাদের মিডিয়া গুলোও তাই করতেছে। তাদের নিউজ করার উদ্দ্যেশ্য হল কাউকে খুশি করা আর বিনিময়ে মাল কামানো। আমাদের বাংলা সিনেমাও এর চাইতে ভাল আছে। কারণ আমরা বুঝতে পারি এটা পুরাটাই পাগলামি শুধু মালকানোর জন্য রসালো মজার ভান্ডার। কিন্তু নিউজ? ঘটছে কি দেখাচ্ছে কি?
যদি নিউজ গুলো বাস্তবতা ও প্রয়োজনীয়তার উপর নির্ভর করে তৈরি হত, খেয়াল থাকতনা এর হিট কত, তবে আশা করি আমাদের মূল্যবোধের এত অধপতন হত না।