আজ কাল গান বা কবিতার সাথে নিজের খুব মিলে খুঁজে পায়। একটা সময় ছিল তাও আবার বেশি দিন আগে না। অনার্সের শেষ বর্ষে মনে হয় সময়টা শেষ হয়ে গেছে। সে সময় নিজের কোন জটিলতা ছিল না ছিল না কোন পিছুটান। এখন আমার অনেক কিছু আছে। বউ আছে, ভালবাসা আছে, চাকুরী আছে, টেনশন আছে, অন্তহীন আক্ষেপ আছে আর ভাল-থাকার অভিনয় আছে। ভালবাসার ভাল-থাকার অনেক ইচ্ছা ছিল। হয়ত এখনও ভাল আছি শুধু বুঝতে পারছি না তাই সব কষ্টের গানের নিজের মনে হয়।
সর্বোপরি এখন মাথায় চিনচিন ব্যথাও আছে। ২০০৯ এর কোরবানির ঈদের পর থেকে যে অধ্যায়ের সূচনা হয় তা শেষ হয়ে আমায় একটা দুরারোগ্য ব্যাধি অধিকারী করে গেছে।