একদিন প্রখর রোদ্রে রাস্তার পাশে বট গাছের তলায় একটি ১০ বছরের শিশু গুমাচ্ছিল। গায়ে ছিল ছেড়া গেঞ্জি আর পড়নে ছেড়া হাফ প্যান্ট। এক বুড়ি সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল। ছেলেটিকে দেখে বুঝতে পারলো যে সে ক্ষুদায় ঘুমিয়ে পড়েছে। তাই তাকে ডেকে থলে থেকে একটি আপের দিল আর বল যে এর পর যখন ক্ষুদা লাগবে তখন পকেটে হাত দিয়ে মনে মনে বলবে যে ফলের রাণী আমায় আপের দাও, সাথে সাথে আপেল পাবে। কলা চাইলে কলাও পাবে যত খুশি তত পাবে তবে সে গুলো বিক্রি করতে পারবে না কিন্তু দান করতে পারবে।
এর পর থেকে যখনি ক্ষুদা লাগত পকেটে তা দিয়ে মনের মত ফল চেয়ে নিয়ে খেত। মাঝে মাঝে দুঃখি ছেলে মেয়েদের কেও ক্ষেতে দিত। তার দিন ভাল যাচ্ছিল। একদিন বিকালে সে দেখলো মাঠে অনেক গুলো ছেলে খেলা করছে। তার খুব খেলতে ইচ্ছা হল আর তাই সে তাদের নিকট গিয়ে বলল যে সেইও খেলবে। কিন্তু সবাই তার ছেড়া আর নোংরা কাপড় দেখে তাড়িয়ে দিল। মন খারাপ করে বাড়ি ফিরে চিন্তা করতে লাগল কি ভাবে ভাল কাপড় পাওয়া যায়। পরের দিন বিকালে সে অনেক গুলো নানারকম ফল নিয়ে এক ধনী ছেলেকে গিয়ে বললো যে এই ফলগুলোর বিনিময়ে আমাকে তোমার কাপড় দিবে। ছেলেটি এতগুলো ফল দেখে রাজী হল। গরীব ছেলেটি ভেবে ছিল যে সে যেহেতু ফল বিক্রি করছে না তাই তার যাদু চলে যাবে না। কিন্তু মাঠ থেকে খেলে বাড়ি ফেরার পর রাতে যখন ফল খেতে চাইল তখন আর ফল আসে না। সে ভাবল কাপড় ফিরিয়ে দিলে মনে হয় আসবে কিন্তু তাও আসেনা। অনেক দিন হয়ে গেল ছেলেটি মনের দুঃখে আর খেলতেও যায় না ছোট বলে তাকে কেও কাজও দেয় না তাই না খেয়ে খেয়ে আবার আগের অবস্থা হয়ে গেল।
কোন উপায় না পেয়ে সে বট গাছের নিচে এসে কান্নাকাটি জুড়ে দিলে। তার কান্না কাটি শুনে ফলের রানী এসে হাজির হল। রানীকে দেখে সে জিজ্ঞেস করল তুমি কে? আমি সেই বুড়ি যে তোমাকে ফলের যাদু দিয়েছিল। আর আমি এও বলে ছিলাম যে দান ছাড়া কিছু করতে পারবে না। তুমি ফলের বিনিময়ে কাপড় নিয়েছ তাই নিয়ম অনুযায়ী তোমাকে দেওয়া যাদু ফেরত নেওয়া হয়েছে। ছেলেটি কান্নাকাটি করে বললো যে আমি আর কোনদিন এমন করবো না আমাকে দয়া করে যাদু ফেরত দিন। রানী তাকে বললো যে দানের জিনিস বিনিময় করায় যাদু চলে গেছে আর আসবে না। কারণ দানের জিনিস বিক্রি করতে নেই। তবে আমি তোমাকে কয়েকটি আপেলের বীজ দিচ্ছি যা নিয়ে তুমি রোপণ করলে তোমার দুঃখ চলে যাবে। এই আপেল দিয়ে সবই করতে পারবে কিন্তু গাছের পরিচর্যা কম হলে গাছ মরে যাবে। আর কোন দিন দানের জিনিস লোভে বিক্রি করবে না। ছেলেটি বললো যে সে গাছের পরিচর্যার কোন কমতি রাখবে আর লোভে দানের জিনিস বিক্রিও করবো না।
[উপহার মূল্যবান বস্তু, তাই লোভে তা বিক্রি করতে নেই]