517px-Little_cormorant_(Microcarbo_niger)_-_20070322

আমার পানকৌড়িঃ ছোট বেলায় আমার একটা পানকৌড়ি ছিল, ঝড়ের পর কুড়িয়ে পেয়েছিলাম আমাদের বাঁশ ঝাড়ে। যখন একটু বড় হয়ে উঠে তখন আমাদের কাজের বালকটি কুনোব্যাঙ খেতে দিয়ে মেরে ফেলে। সে দিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম আমার কষ্টে পালিত প্রিয় কিছু হারাবার কারণে। যদিও আরেক পানকৌড়ি সংগ্রহ করতে পারতাম মূহুর্তে কিন্তু আর করা হয়নি কোন অজানা কারণে। সে দিন তাকে আমি লিচু গাছের চিকন ঢাল দিয়ে আঘাত করেছিলাম আর তাতে বেশ ঝগড়ার উৎপত্তি হয়।
আর এইতো ক’দিন আগে তিন বছরের কষ্টে লালিত প্রাণ স্বপ্ন হারিয়ে ফেলেছি পানকৌড়ির মত চিরতরে। যা আর পূরণ করার যাবে না। ও স্বপ্ন যে সময়ের মত বহমান, ধরে রাখতে না পারলে হারিয়ে যায়। কেন হারালাম আমি তাকে? হারানোর পর থেকেই খুঁজতাছি তার কারণ। আজও পায়নি জানি পাব না কোন কারণ। আর এভাবেই একদিন ক্লান্ত হয়ে মেনে নিবি হারাবার ছিল তাই হারিয়েছি, খুঁজে কি লাভ।