ইন্টারনেট ডাউন-লোড ম্যানেজার আর টরেন্ট ডাউন-লোড ম্যানেজার এর মাঝে প্রার্থক শুরু এবং শেষের দূরত্বের সমান। যারা এই দুইটা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন প্রার্থকটা। এই রায় প্রথমটার সাথে মিলের ভয় পাচ্ছি তাই আজ যে রায় হল তাতে আমার প্রতিক্রিয়ায় ( যদিও তা কাওকে প্রভাবিত করবে না) আমি শঙ্কিত। আমি ভয় পাচ্ছি যে আজ কের রায় যেন আইডিএমের মত আচরণ না করে। আইডিএম ১০০% ডাউন লোড হওয়ার পর বিল্ড করে ব্যবহারের উপযোগী করে তার পূর্বে তা ধরা ছোঁয়ার বাইরে থাকে। এই বিল্ড করতেও সে কিছু সময় ব্যয় করে। আমার শঙ্কা হচ্ছে এই বিল্ড করার সময়টা নিয়ে। রায় হয়েছে তার মানে বিচার প্রক্রিয়া ১০০% কমপ্লিট কিন্তু বিল্ড এখনো হয় নি। বিল্ড করার সময়টা যেন নির্বাচনের সময়ের চাইতে বেশি না হয়। তা হলে তা বিল্ডিং অবস্থায় থাকবে লোড শেডিংয়ের কারনে সিস্টেম বন্ধ হওয়ার আগ পর্যন্ত।

2013-07-17-03-47-40-51e613dc18fb8-mujahid